টানা ছ’দিন কমার পর, মঙ্গলবার ফের রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২ লক্ষ ৩০ হাজার। মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পেরিয়েছে। সেই সঙ্গে বেড়েছে সুস্থতার হার। উদ্বেগ বাড়িয়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে কিছুটা।
টানা ছ’দিন কমার পর, মঙ্গলবার ফের রাজ্যে বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।
তবে সেই সঙ্গে স্বস্তি দিয়ে বাড়ল দৈনিক সুস্থর সংখ্যা। রাজ্যে করোনা থেকে সেরে ওঠা রোগীর মোট সংখ্যাও মঙ্গলবার দু’লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮২ জন।
সোমবার রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১৬৫। সোমবার অবধি টানা ছ’দিন দৈনিক সংক্রমণের গ্রাফ ছিল নীচের দিকে। মঙ্গলবার তা ফের ওপরে উঠল। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ৩১ হাজার ৪৮৪।
দৈনিক মৃতের সংখ্যা সোমবারের তুলনায় বাড়েনি, কমেওনি। স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। সোমবারও ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বাষট্টিই ছিল। মঙ্গলবার অবধি রাজ্যে মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৪৮৩ জনের।