Corona Update: 'হার না মানার আগে তুমি কখনওই ব্যর্থ হবে না', করোনা-জয়ী বাগনানের শতায়ু বৃদ্ধা

Continues below advertisement
মারণ ভাইরাসের আক্রমণ মানেই মৃত্যু নয়। অদম্য প্রাণশক্তিকে হাতিয়ার করে সে কথাই বললেন বাগনানের শতায়ু মহিলা। দু'সপ্তাহের মধ্যেই Corona জয় করে বাড়ি ফিরলেন। নাছোড় লড়াইয়ের পর তাঁর এই জয় নতুন শক্তি যোগাচ্ছে স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকদের। হার না মানার আগে তুমি কখনই ব্যর্থ হবে না। সেই কবে বলে গিয়েছেন অ্যালবার্ট আইনস্টাইন। শনিবার সকালে সেই কথাকে সত্যি করলেন Howrah-র বাগনানের শতায়ু ভবতারিণী সামন্ত। Covid-কে হেলায় হারিয়ে যমের দুয়ারে কাঁটা বিছিয়ে দিয়েছেন এই বৃদ্ধা।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram