রাজ্য থেকে বিশ্ব, শীত পড়তেই বর্তমান Corona-চিত্র ঠিক কীরকম? দেখে নিন এক নজরে

Continues below advertisement

প্রিয় শীতই এবার হয়ে উঠতে পারে আতঙ্কের। শীত (WInter) বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে করোনার (Coronavirus) সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দাবি করলেন চিকিৎসকরা। এই অবস্থায় করোনা বিধি মেনে চলা ছাড়া উপায় নেই, বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হিমাচলপ্রদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরির মতো দেশগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আগামী মাসেই কলকাতায় শুরু হচ্ছে জোড়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। নাইসেডে কো-ভ্যাকসিন এবং স্কুল অফ ট্রপিক্যালে কোভো ভ্যাক্সের ট্রায়াল হবে। জোড়া ভ্যাকসিনের মধ্যে প্রথমটি হল, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা NIV এবং ভারত বায়োটেকের (Bharat Biotech) যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন। এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে কলকাতার নাইসেড। এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে। অন্যদিকে বিশ্বে Corona-য় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ।  কমেছে দৈনিক সুস্থতারর সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৩ লক্ষ ৮৬ হাজার ২১২ জনের। আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৮৫ লক্ষ ৩৬ হাজার ৬৫১। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ৯০৮ জন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram