Corona Vaccine: রাজ্যে পৌঁছল কোভিশিল্ড, জেলায় বন্টন শুরু আজই

Continues below advertisement
রাজ্যে এসে গেল করোনা ভ্যাকসিন। স্পাইস জেটের কার্গো বিমানে এসে পৌঁছেছে ভ্যাকসিন। সকালেই পুণের সিরাম ইনস্টিটিউট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় তিন ট্রাক বোঝাই কোভিশিল্ড। এই পর্বে রাজ্যে ১০ লক্ষ ভ্যাকসিনের ডোজ এল। প্রথম পর্যায়ে ৫৮টি বাক্সে ১০ লক্ষ ভ্যাকসিন এসেছে রাজ্যে। ৩ লক্ষ পাঠানো হবে পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে। পাইলট কারের পাহারায় দুটি ভ্যানে করে কোভিশিল্ড নিয়ে আসা হয়েছে বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখানে মজুত করে আজ থেকেই বিভিন্ন জেলায় তা বণ্টনের কাজ শুরু হবে। ভ্যাকসিন হাব কলকাতা থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। রাজ্যে প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ প্রক্রিয়া।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram