Corona Vaccine: New York ট্রিপে গেলেই করোনা ভ্যাকসিন! অফার পর্যটন সংস্থার, বাড়ছে কালোবাজারি-শঙ্কা

Continues below advertisement

Remdesivir-র মতো Corona Vaccine নিয়েও ভারতে কালোবাজারি হবে না তো? গরিব মানুষের কাছে এই ভ্যাকসিন পৌঁছবে তো? তা নিয়ে সংশয়ে বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের মতে, ভ্যাকসিনের কালোবাজারি ঠেকাতে প্রয়োজন সরকারি তৎপরতা। করোনার ভ্যাকসিন কবে আসবে, তা এখনও স্পষ্ট নয়! তবে যে ভ্যাকসিনই আগে বাজারে আসুক, তার চাহিদা যে আকাশছোঁয়া হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই প্রেক্ষাপটে Experts-দের আশঙ্কা, মোটা মুনাফার লোভে, এই ভ্যাকসিন নিয়েও কালোবাজারি শুরু হবে না তো? কারণ, এর আগে রেমডেসিভিরের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram