সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অশোক ভট্টাচার্য, রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ

Continues below advertisement
বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে আসা নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে সৌরভের বাড়িতে গেলেন সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য। সৌরভকে ঘিরে জলতি জল্পনা সম্পর্কে তাঁর মতামত, সৌরভের রাজনীতিতে যোগ দেওয়া ঠিক হবে না। কারণ ক্রিকেটেই তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে।
ভারতীয় ক্রিকেট দলের  দলের প্রাক্তন অধিনায়ক সৌরভের সঙ্গে অশোক ভট্টাচার্যের সম্পর্ক নতুন নয়। বামফ্রন্ট সরকারের মন্ত্রী থাকাকালীনই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক আজও অটুট। কয়েকমাস আগেই আগেই অশোক ভট্টাচার্যের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ।
রাজ্য বিধানসভা আসনে সৌরভ বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন, এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও এ ব্যাপারে বিজেপি বা সৌরভের পক্ষ থেকে কোনও কিছুই জানানো হয়নি। এরইমধ্যে কয়েকদিন আগে সৌরভের হঠাৎ রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার ঘটনা সেই জল্পনা আরও উস্কে দেয়। বিসিসিআই প্রেসিডেন্টের দাবি, রাজ্যপালের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন রাজভবনে। জগদীপ ধনকড় জানিয়েছেন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে ইডেনে যাবেন।
এরপর আবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অরুণ জেটলির মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠানে একমঞ্চে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দুই ঘটনায় সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে জল্পনা আরও তীব্র হয়। যদিও সৌরভ এ সংক্রান্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। এরইমধ্যে সৌরভের সঙ্গে সাক্ষাৎ অশোকের। তাও আবার মহারাজের বাড়িতে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram