'বেনিয়মের প্রতিবাদ করার হুমকি দিয়েছেন প্রধান,' পাণ্ডুয়ায় কাটমানি-পোস্টার বিতর্কে দাবি তৃণমূল সদস্যার
Continues below advertisement
পাণ্ডুয়া জামগ্রাম মণ্ডলা এলাকায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের নামে কাটমানি-পোস্টার ঘিরে বিতর্ক। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল প্রধান অমিত ঘোষের বিরুদ্ধে ১০০ দিনের কাজে কাটমানি নেওয়ার অভিযোগে ও স্থানীয় তৃণমূল সদস্যাকে হেনস্থার অভিযোগে পোস্টার দেখা যায়।তৃণমূল সদস্যা জানালেন, '১০০ দিনের কাজের জন্য আমি পঞ্চায়েত প্রধানের কাছে যাই। উনি আমার সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু কোনও আলোচনা না করেই তিনি কাজ দিয়ে দেন। কারণ জিজ্ঞাসা করলে উনি পাল্টা আমায় হুমকি দেন।' সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান।
Continues below advertisement