বাংলার বিপর্যয় দেখে কান্না রাষ্ট্রপতির, মমতাকে ফোন
উমপুনের পর মুখ্যমন্ত্রীকে ফোন রাষ্ট্রপতির। ফোনে রামনাথ কোবিন্দ মুখ্যমন্ত্রীকে বলেন, বাংলার বিপর্যয় দেখে চোখে জল এসে গেছে। মুখ্যমন্ত্রীকে ফোন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও। ঘূর্ণিঝড়-বিধ্বস্ত বাংলার পরিস্থিতি নিয়ে তিনি খোঁজ নেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে যোগাযোগ এখনও হয়নি।
Tags :
Mamata Amphan India President Amphan Weather Report Live Amphan Updates Live Extremely Super Cyclonic Storm Amphan West Bengal Amphan News Live ABP Ananda News Cyclone Amphan Updates ABP Live Cyclone Amphan Ram Nath Kovind Abp Ananda