বায়ুদূষণ কমায় কমায় শিলিগুড়ি তো বটেই, রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা
Continues below advertisement
ঘড়ির কাঁটা ৫ টা ৪০ ছুঁইছুই। লাল আবিরে যেন সেজে উঠল গোটা আকাশ। লাল হতে শুরু করল কাঞ্চনজঙ্ঘার চূড়াও। তার কোল থেকেই যেন উঁকি মারছেন সূর্যদেব। এরপর টানা ১০-১২ মিনিট ধরে কাঞ্চনজঙ্গা জুড়ে সাতরঙের খেলা। পরিবেশবিদদের মতে, করোনা আবহে বায়ুদূষণ কমায় কমায় শিলিগুড়ি তো বটেই এমনকী রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে।
Continues below advertisement