বায়ুদূষণ কমায় কমায় শিলিগুড়ি তো বটেই, রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

Continues below advertisement
ঘড়ির কাঁটা ৫ টা ৪০ ছুঁইছুই। লাল আবিরে যেন সেজে উঠল গোটা আকাশ। লাল হতে শুরু করল কাঞ্চনজঙ্ঘার চূড়াও। তার কোল থেকেই যেন উঁকি মারছেন সূর্যদেব। এরপর টানা ১০-১২ মিনিট ধরে কাঞ্চনজঙ্গা জুড়ে সাতরঙের খেলা। পরিবেশবিদদের মতে, করোনা আবহে বায়ুদূষণ কমায় কমায় শিলিগুড়ি তো বটেই এমনকী রায়গঞ্জ থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram