Darjeeling: দার্জিলিং থেকে কার্শিয়ঙের মধ্যে টয় ট্রেনের ট্রায়াল
Continues below advertisement
দার্জিলিঙে কু ঝিকঝিক। এটুকু বলতেই পাহাড় আর খাদের একচিলতে রেললাইনে হেলেদুলে চলা টয় ট্রেনের ছবি উঁকি দেবেই আপনার মনের ক্যানভাসে। লকডাউন পেরিয়ে ক্রমে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা। আজ দার্জিলিং থেকে কার্শিয়ঙের মধ্যে ট্রায়াল দিল টয় ট্রেন। বেশ কয়েকটি জায়গায় হোঁচটও খেল। নজর রাখলেন রেলকর্তা ও কারিগরি বিশেষজ্ঞরা। অতঃপর রোদেলা সকালে পাহাড়ি বাঁকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে টয়ট্রেনে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা ফের শুরু।
Continues below advertisement