বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু, ডিজিপি, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের
Continues below advertisement
বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালক-মৃত্যু। ডিজিপি, স্বরাষ্ট্র সচিবের রিপোর্ট তলব হাইকোর্টের। পুলিশ সুপারের রিপোর্টে সন্তুষ্ট নয় আদালত। ২৫ নভেম্বরের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ‘রাজ্যের থানাগুলিতে কতগুলি সিসিটিভি রয়েছে?’ কাজ করছে কতগুলি সিসিটিভ? রিপোর্ট চাইল আদালত। ‘থানাগুলিতে কি চাইল্ড ফ্রেন্ডলি কর্নার আছে? থাকলে সেগুলি কী অবস্থায় আছে?’ স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট তলব আদালতের। মল্লারপুরকাণ্ডে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ হাইকোর্টের।
Continues below advertisement
Tags :
Death In Police Custody Mallarpur Home Secretary ABP Ananda LIVE DGP Calcutta High Court Abp Ananda