করোনা পরীক্ষার রিপোর্ট না মেলায় চিকিৎসায় দেরি, মেডিক্যাল কলেজের বিরুদ্ধে অভিযোগ মুর্শিদাবাদের প্রৌঢ়র

Continues below advertisement
ক্যান্সারের উপসর্গ নিয়ে চিকিৎসার অপেক্ষায় মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা প্রৌঢ়। করোনা পরীক্ষার রিপোর্ট না মেলায় চিকিৎসায় দেরির অভিযোগ। পরিবার সূত্রে খবর, বুকে টিউমার হওয়ায় গত ফেব্রুয়ারি মাসে অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়। লকডাউনের জেরে সেইসময়ে কলকাতায় আনা সম্ভব হয়নি। এ মাসের গোড়ায় রোগীকে আনা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিবারের দাবি, ৫ অগাস্ট করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। অভিযোগ, এখনও রিপোর্ট না মেলায় অন্য বিভাগের চিকিৎসকরা রোগীকে দেখতে অস্বীকার করেন। এদিন সুপারের সঙ্গে দেখা করেন রোগীর পরিবারের সদস্যরা। তারপরই দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রিপোর্ট দিতে দেরি হওয়ার অভিযোগ সঠিক নয়। প্রথম রিপোর্ট ইনকনক্লুসিভ আসায়, দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করা হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram