দেবের উদ্যোগে নেপাল থেকে ফিরলেন আটকে পড়া ৬৭ জন শ্রমিক

Continues below advertisement
পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নিয়ে রাজনৈতিক তরজা চলছে জোরদার। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সাংসদ দেবের উদ্যোগে ৬৭ জন পরিযায়ী শ্রমিক ফিরলেন ঘরে। শনিবার রাত ৩টের পর, নেপালে আটকে পড়া ৬৭ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে ঘাটালে পৌঁছয় ২টি বাস। স্থানীয় হাসপাতালে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর প্রশাসনের উদ্যোগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় প্রত্যেককে। শাসকদলের দাবি, এই নিয়ে ঘাটালের সাংসদের উদ্যোগে ২৫০ জন পরিযায়ী শ্রমিক নিজের নিজের বাড়িতে ফিরতে পেরেছেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেব ট্যুইট করেন, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানাই, যাঁরা নেপালে আটকে পড়া ঘাটালের স্বর্ণশিল্পীদের ফেরাতে সাহায্য করেছেন। উদ্ধারকাজে নানা জটিলতার সম্মুখীন হতে হয়েছে। তবে আমরা সঙ্গে সকলকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরেছি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram