PM Kishan Nidhi Yojana: 'যে প্রকল্পে কাটমানি, সেগুলো রূপায়ণ করেছেন মুখ্যমন্ত্রী', মমতাকে পাল্টা বিঁধলেন দিলীপ
Continues below advertisement
প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 'রাজ্যে কোনও কৃষক আন্দোলন করছেন না। তাই উনাকে দিল্লি যেতে হয়েছে।' তিনি আরও বলেন,'উনি সেসব প্রকল্প রূপায়ণ করছেন যেখানে কাটমানি আছে। কৃষকনিধি যোজনায় কাটমানি নেই। তাই রূপায়ণ করেননি। একশো দিনের কাজে সবচেয়ে বেশি কাটমানি। তাই ওই প্রকল্পে এগিয়ে রাজ্য।শৌচালয় বা আবাস যোজনার বাড়ি নির্মাণে কাটমানি নেওয়া হচ্ছে।' এদিন প্রধানমন্ত্রীর সমালোচনার জবাব দিতে তাঁকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, 'অর্ধসত্য কথা বলছে কেন্দ্র। রাজ্য সরকার কৃষকদের জন্য কাজ করতে বদ্ধপরিকর।'
Continues below advertisement
Tags :
PM Kishan Nidhi Yojana Cut Money Chief Minister PM WB Polls 2021 With ABP Ananda TMC BJP Congress WB Election 2021 WB Elections With ABP Ananda WB Elections West Bengal Elections With ABP Ananda WB Elections 2021 WB Election Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls Dilip Ghosh Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee