' বাংলা তো সামলে নিয়েছেন মমতাই, দিলীপ ঘোষ কী করবেন!', বিজেপির টার্গেট-বাংলাকে কটাক্ষ ফিরহাদের
Continues below advertisement
বিহার জয়ের পরেই বাংলা জয়ের নতুন স্লোগান তুললেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির নতুন স্লোগান 'এবার বাংলা পারলে সামলা' নিয়ে শুরু হয়েছে বিতর্ক। দিলীপ ঘোষ বলেন, "পশ্চিম থেকে যাত্রা শুরু করে পূর্বের দিকে আসছে বিজেপি। মানুষের মনে দোলা লেগেছে। আমি একটাই কথা বলবো এবার বাংলা পারলে সামলা।" যদিও এই স্লোগানকে তোয়াক্কা না করেই তৃণমূলের তরফে জানানো হয়েছে 'বাংলা ভালো আছে'। অন্যদিকে বিহার ভোটে পালে হাওয়া লাগার পরে বাংলাতেও জোট করে নির্বাচনে নামার তোড়জোড় শুরু করে দিয়েছে বাম-কংগ্রেস।
Continues below advertisement
Tags :
BJP Slogan New Slogan Bengal Election ABP Ananda LIVE Left Abp Ananda Congress BJP TMC Dilip Ghosh