মন্ত্রিসভার বৈঠকেও গরহাজির শুভেন্দু, দলবদলের জল্পনা উস্কে দিল সায়ন্তনের এই মন্তব্য
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরাল করে বুধবার মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে প্রশ্ন করা হলে অবশ্য কোনও উত্তর দিতে চাননি তিনি। শুভেন্দুর পাশাপাশি বৈঠকে ছিলেন না গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও রাজীব বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামী লেখা পোস্টার পড়ছে। শুভেন্দু অনুগামী তৃণমূল নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। মঙ্গলবার তৃণমূলের থেকে আলাদাভাবে নন্দীগ্রাম দিবস পালন করেছেন শুভেন্দু। কথা বলতে গিয়ে একবারও নাম নেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৪ ঘণ্টা পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকেও গরহাজির থাকলেন শুভেন্দু।
Tags :
TMC’s Clash Goutam Deb Subhendu Adhikary Rabindranath Ghosh ABP Ananda LIVE Abp Ananda Nabanna TMC