Duare Duare Sarkar: কীভাবে মিলছে বিভিন্ন প্রকল্পে সুবিধা? কী পদ্ধতি? বিভিন্ন জেলা থেকে 'দুয়ারে সরকার'-এর ঝলক

Continues below advertisement

“সবার জন্য স্বাস্থ্যসাথী, মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব নিয়েছেন কাঁধে”, 'দুয়ারে দুয়ারে সরকার' প্রকল্পের ক্যাম্পে গিয়ে বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, “ক্যাম্পে আসা বেশিরভাগ মানুষের উৎসাহ দেখলাম স্বাস্থ্যসাথী প্রকল্পের দিকেই”। একুশের ভোট সামনে রেখে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে সরকার কর্মসূচি। রাজ্যে হয়েছে ২০ হাজার ক্যাম্প। সরকারের দাবি, এই ক্যাম্পগুলি থেকে ১১টি প্রকল্পে চটজলদি সমাধান মিলবে। ক্যাম্পে উপস্থিত আছেন প্রশাসনিক আধিকারিকরা। অভাব-অভিযোগ নিয়ে শিবিরে এসেছেন স্থানীয় বাসিন্দারা। টানা ২ মাস ধরে চলবে এই প্রকল্প। জেলায় জেলায় জোরদার শুরু হয়েছে এই প্রকল্প। ক্যাম্পে রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের টেবিল। রাজ্যে ৩৪৪ ব্লকে ২০ হাজার ক্যাম্প। ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প পাওয়ার আশায় ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram