‘রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা, বন্ধ শুধু পুজো’, আজ আদালতের পুজো-রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের

Continues below advertisement

দর্শকশূন্যই থাকবে পুজো মণ্ডপ, রায় বহাল হাইকোর্টের। ফোরাম ফর দুর্গোৎসবের আর্জিতে বাড়তি গুরুত্ব দিল না আদালত। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানান, আদালতের রায়ের ওপর আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারব না। বাঙালির উৎসব দুর্গাপুজো। আমরা সচেতন হয়ে দুর্গাপুজো কাটাব এটাই প্রথা। তিনি আরও বলেন, প্রথমত, জীবনে অবসাদ চলে আসছে। বাচ্চারা বাইরে বেরোতে পারছে না। তাদের আনন্দের জায়গার দরকার। দ্বিতীয়ত, রেস্তোরাঁ, সিনেমা হল, দোকান, মল সব খোলা শুধু পুজো বন্ধ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram