Durga Puja 2020: বেলুড় মঠে দুর্গাপুজোয় এবার কী কী পরিবর্তন?

Continues below advertisement

করোনার জেরে ১৯ বছর পর রীতি বদল! ২০০০ সালের পর এই প্রথম বেলুড়মঠের মূল মন্দিরে হবে দুর্গাপুজো! মঠে প্রবেশাধিকার থাকবে না সাধারণ দর্শনার্থীদের! পুজোস্থলে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত থাকবে। করোনাকালে দুর্গাপুজো নিয়ে মঙ্গলবার হাওড়া কমিশনারেটের কর্তাদের সঙ্গে বৈঠক করে বেলুড়মঠ কর্তৃপক্ষ। বেলুড়মঠের তরফে জানানো হয়েছে, করোনাকালে ছোট করে দুর্গাপুজো হবে। মূল মন্দিরে হবে দুর্গাপুজো। পুজোর সময় মঠে সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকবে না। প্রসাদ বিতরণও করা হবে না। কোনও ভক্ত পুজো দিতে চাইলে, মূল গেটের পাশে একটি অস্থায়ী কাউন্টারে পুজোর সামগ্রী জমা দিতে পারবেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram