Durga Puja 2020: সন্ধিপুজোর সময় মণ্ডপে নির্দিষ্ট সংখ্যক মানুষ, আগের রায় বহাল হাইকোর্টের
Continues below advertisement
দর্শকশূন্যই থাকবে পুজো মণ্ডপ, রায় বহাল হাইকোর্টের। বড় পুজোয় প্রবেশের জন্য ৬০ জনের তালিকা বানাতে হবে। ৬০ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন সর্বোচ্চ ৪৫ জন। ৩০০ বর্গ মিটারের কম মাপের মণ্ডপের জন্য ১৫ জনের তালিকা। ১৫ জনের তালিকা হলেও একসঙ্গে থাকতে পারবেন ১০ জন। উদ্যোক্তা ও স্থানীয়দের নামের তালিকা রোজ আপডেট করা যাবে। করোনা বিধি মেনে নো এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা। পুনর্বিবেচনার আর্জির প্রেক্ষিতে জানাল কলকাতা হাইকোর্ট। তবে মণ্ডপের ভিতরে সিঁদুর খেলায় কোনও নিষেধাজ্ঞা দিল না আদালত। সন্ধিপুজোর সময় নির্ধারিত সংখ্যার বেশি মানুষ মণ্ডপে থাকতে পারবেন না, নির্দেশ আদালতের।
Continues below advertisement
Tags :
Forum For Durgotsav Puja Pandals ABP Ananda LIVE Corona Calcutta High Court Abp Ananda Durga Puja 2020