খোলামেলা পুজো মণ্ডপ তৈরি করুন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখুন: মুখ্যমন্ত্রী
Continues below advertisement
'এবার পুজোয় একটু খোলামেলা মণ্ডপ তৈরি করুন। পুজোর পরে যাতে সংক্রমণ না ছড়ায় দেখতে হবে। মণ্ডপের সাইড ঢাকা রাখতে হলে, ছাদ খোলা রাখুন। মণ্ডপ এমন করুন, যাতে হাওয়া চলাচল করে। মণ্ডপের চারিদিক খোলা রাখলে ছাদ খোলা রাখুন। মণ্ডপ এমনভাবে করুন, যাতে দর্শকদের মধ্যে দূরত্ব থাকে। ভিড় এড়াতে মণ্ডপে পৃথক ঢোকা-বেরোনোর পথ করতে হবে' নেতাজি ইনডোরে পুজো কমিটির কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী| 'সবার কাছে অনুরোধ, মণ্ডপে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রাখুন। মণ্ডপে মাস্ক পরে প্রবেশ করতে হবে, হাফ কিলোমিটার আগেই স্যানিটাইজার দিতে হবে দর্শনার্থীদের হাতে।’
Continues below advertisement