দুর্গাপুর ব্যারাজের গেট ভেঙে পড়ার দায়িত্ব রাজ্য সরকারের, ৬ মাস বাদে যখন নির্বাচন হবে, তখন এদের আর ভোট দেওয়ার ভুল করবেন না, দাবি অগ্নিমিত্রার

Continues below advertisement
চারদিনের মাথাতেও শুরু হয়নি দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেটের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ। পুর এলাকায় ক্রমশ বাড়ছে জলের সঙ্কট। পাশাপাশি, ডিপিএলে বন্ধ বিদ্যুৎ উৎপাদন। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা।
এদিকে, বালির বস্তা ফেলে জল আটকানোর প্রক্রিয়া চললেও, সব জল বের করা যায়নি। তাই এখনও শুরু করা যায়নি ৩১ নম্বর লকগেটের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ। জলের চাহিদা মেটাতে আশপাশের খনি এলাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে জলের ট্যাঙ্কার আনা হয়েছে। পাশাপাশি, চলছে জলের পাউচ বিলি।
‘দুর্গাপুর ব্যারাজের গেট ভেঙে পড়ার দায়িত্ব রাজ্য সরকারের। ৬ মাস বাদে যখন নির্বাচন হবে, তখন এদের আর ভোট দেওয়ার ভুল করবেন না।’ দাবি বিজেপি মহিলার মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram