দুর্গাপুর ব্যারাজের ভেঙে যাওয়া লকগেট মেরামতি শুরু, বৃহস্পতিবার থেকেই জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা
Continues below advertisement
শনিবার ভোর থেকে মঙ্গলবার দুপুর...দুর্গাপুর ব্যারাজের ভেঙে যাওয়া লকগেট সংলগ্ন জায়গার জল পুরোপুরি বের হতে সময় লেগে গেল প্রায় সাড়ে তিন দিন...জল পুরোপুরি বেরিয়ে যাওয়ার পরই, শুরু হয় ভাঙা লকগেট মেরামতি। গত শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ আচমকা ভেঙে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারাজের ৩১ নম্বর লকগেট। হু হু করে বের হতে থাকে জল...ব্যারাজ বিপর্যয়ের পরই বন্ধ করে দেওয়া হয় মাইথন এবং পাঞ্চেত জলাধার। কিন্তু, দামোদরের শাখানদী, বিভিন্ন ক্যানেল, নিকাশি নালা থেকে জল আসতে থাকে ব্যারাজে। বালির বস্তা, ক্রেনের সাহায্যে মাটি ফেলে জলের গতিমুখ অন্যত্র ঘোরানোর চেষ্টা করেন সেচ দফতরের কর্মীরা। পাম্প দিয়েও চলে জল তোলার কাজ। মঙ্গলবার দুপুরে পুরোপুরিভাবে সব জল বের করা সম্ভব হয়। এরপরই শুরু হয় মেরামতি। সোমবার রাতেই, ক্রেনের সাহায্যে ভাঙা লকগেটটিকে খানিক ওপরে তোলা হয়।
মঙ্গলবার লকগেটটিকে ওপরে তুলে, ভাঙা অংশের মেরামতি শুরু হয়। সেচ দফতর সূত্রে খবর, বুধবারেই কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। মেরামতি শেষ হলে, সেদিন, বা তার পরদিনই ফের খুলে দেওয়া হবে পাঞ্চেত ও মাইথন জলাধার।
মঙ্গলবার লকগেটটিকে ওপরে তুলে, ভাঙা অংশের মেরামতি শুরু হয়। সেচ দফতর সূত্রে খবর, বুধবারেই কাজ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। মেরামতি শেষ হলে, সেদিন, বা তার পরদিনই ফের খুলে দেওয়া হবে পাঞ্চেত ও মাইথন জলাধার।
Continues below advertisement