Durgapur Barrage Lock-Gate Repair: এখনও বেরোচ্ছে জল, ঢিমেতালে চলছে দুর্গাপুরে লকগেট মেরামতির কাজ
Continues below advertisement
দুর্গাপুর ব্যারাজের ভেঙে যাওয়া লকগেট মেরামতির প্রক্রিয়া শুরু। বালির বস্তা দিয়ে জল আটকানো কাজ গতকাল রাতেই শেষ হয়। তবে আগে থেকে লকগেটের ভিতরে যে জল জমে ছিল, তা এখনও পুরোপুরি বের করা যায়নি। ফলে কাজের সমস্যা হচ্ছে। ঢিমেতালে চলছে লকগেটের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ।
Continues below advertisement
Tags :
Irrigating Department Durgapur Barrage Lock Gate Repair Lock Gate Repair Durgapur Barrage ABP Ananda LIVE Abp Ananda