দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতি শুরু না হলে সঙ্কট বিদ্যুৎ সরবরাহেও!
Continues below advertisement
আজ নিয়ে ৩ দিন হতে চলল, কিন্তু এখনও শুরু করা গেল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতির কাজ। শুধু যে স্থানীয়রা জল সঙ্কটে পড়তে পারেন তাই নয়, বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে এর জোরদার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে যদি জল সরবরাহ না হয়, সেক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।
Continues below advertisement
Tags :
Mejia Thermal Power Plant Durgapur Barrage Repair Lock Gate Repair Irrigation Department ABP Ananda LIVE Bankura Asansol Abp Ananda