রাতে বাড়ির ওপর উল্টে পড়ল বালিবোঝাই লরি, জামালপুরে মৃত একই পরিবারের ৩
Continues below advertisement
জামালপুরের মইদিপুরে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বালির লরি উল্টে একই পরিবারের তিনজনের মৃত্যু। পুলিশের গাড়ি ভাঙচুর। পুলিশকে নিগ্রহের অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে। মৃতদেহ আটকে বিক্ষোভ। গতকাল রাত পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে। দামোদরের বাঁধের ধারেই মাটির বাড়ি প্রশান্ত বাউড়ির। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে গৃহকর্তা বাড়িতে ছিলেন না। সেইসময় ঘরে বসে টিভি দেখছিলেন তাঁর স্ত্রী ও ছেলেমেয়ে। বালিবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মা ও দুই সন্তানের। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় ওভারলোডেড বালির লরি চলাচল করে। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই কারণেই দুর্ঘটনা।
Continues below advertisement
Tags :
Police Harassed Lorry Accident Purba Bardhaman Jamalpur ABP Ananda LIVE Road Accident Abp Ananda