সরকারি নির্দেশ অমান্য করেই পশ্চিম মেদিনীপুরের দাসপুরে খোলা স্কুল, প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ

Continues below advertisement
করোনা আবহে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খোলা রেখে পঠনপাঠন। বিতর্কের জেরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হাট সরবেড়িয়া বিধানচন্দ্র রায় হাইস্কুলে তদন্তে শিক্ষা দফতরের আধিকারিকরা। এদিন স্কুলে যান সহকারী ডিআই সহ অন্য আধিকারিকরা। স্কুলে ক্লাস করানো নিয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি উপযুক্ত কারণ সহ লিখিতভাবে জানাতে বলা হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতিকেও তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রধান শিক্ষক জানান, বহু পড়ুয়ার স্মার্ট ফোন না থাকায়, অনলাইন ক্লাস করা সম্ভব নয় বলে জানিয়ে স্কুল খোলার অনুরোধ জানান অভিভাবকরা। সেই কারণেই স্কুলে ক্লাস করানোর উদ্যোগ নেওয়া হয়। অভিভাবকরাও স্কুল খোলা রাখার দাবি জানিয়েছেন।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram