এক ডজন গল্প: করোনা সন্দেহে শহরজুড়ে অমানবিকতার ছবি, প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্র
প্রতিবেশীদের বাধা, দমদম পার্কে ৫ ঘণ্টা অ্যাম্বুল্যান্সে পড়ে রইলেন অসুস্থ বৃদ্ধ। দমদম পার্কের আবাসনের গেট বন্ধ করে বাধা। করোনা আক্রান্ত নন যে, তার শংসাপত্র আনার দাবি প্রতিবেশীদের। খাস কলকাতায় করোনা আতঙ্কে মৃতদেহ বাড়ি থেকে বের করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় একাংশের বিরুদ্ধে। বেনিয়াপুকুরের ক্রিস্টোফার রোডের ঘটনা। স্থানীয়দের অভিযোগ, রাতে লুকিয়ে বৃদ্ধার মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার চেষ্টা করে মৃতার পরিবার। শেষ পর্যন্ত ২০ ঘণ্টা পর মৃতদেহ বাড়ি থেকে বের করা সম্ভব হয়। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হল ৪৬ জনের। প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই মৃত্যু। তাঁর মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোকজ্ঞাপন করেন অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্র-সহ একাধিক রাজনৈতিক নেতা মন্ত্রীরা।