ছন্দে ফিরছে দার্জিলিং, বড়দিন থেকে চালু হবে টয় ট্রেন, জেলার সমস্ত খবর দেখুন 'এক ঝলকে'
Continues below advertisement
শুভেন্দু অধিকারীর গড়ে শক্তি প্রদর্শন TMC-র। অধিকারী বাড়ির কাছ থেকে মিছিল করে সভা ফিরহাদ হাকিম ও সৌগত রায়ের। গরহাজির শিশির, দিব্যেন্দু, সৌমেন্দু। কাঁথিতেই আজ পাল্টা মিছিল শুভেন্দুর। মিছিল শুরু হবে দুপুর ২টো নাগাদ, খবর বিজেপি সূত্রে। ৫ কিলোমিটার হেঁটে তারপর সভা করবেন শুভেন্দু।
'গুদামে থাকা নেতাদের এনে সভা করা হচ্ছে,' তৃণমূলের কাঁথির সভাকে কটাক্ষ দিলীপের। 'শুভেন্দু অধিকারী জেলে যাওয়ার ভয়েই বিজেপিতে যোগ দিয়েছেন,' কাঁথির সভা থেকে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের। 'তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে জবাব পাবেন,' হুঁশিয়ারি সৌগত রায়ের।
বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তার মধ্যেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে তৃণমূলের দেওয়াল লিখন। যুবনেতার গ্রেফতারির প্রতিবাদে BJP-র বিক্ষোভে রণক্ষেত্র খড়দা। থানায় ঢুকে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। বড়দিন থেকে দার্জিলিংয়ে চালু হবে টয় ট্রেন পরিষেবা। বিজেপির পাশে থাকার বার্তা গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মঞ্চের। অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।
'গুদামে থাকা নেতাদের এনে সভা করা হচ্ছে,' তৃণমূলের কাঁথির সভাকে কটাক্ষ দিলীপের। 'শুভেন্দু অধিকারী জেলে যাওয়ার ভয়েই বিজেপিতে যোগ দিয়েছেন,' কাঁথির সভা থেকে তীব্র আক্রমণ ফিরহাদ হাকিমের। 'তৃণমূল কর্মীর গায়ে হাত পড়লে জবাব পাবেন,' হুঁশিয়ারি সৌগত রায়ের।
বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি, তার মধ্যেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকায় বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচিতে তৃণমূলের দেওয়াল লিখন। যুবনেতার গ্রেফতারির প্রতিবাদে BJP-র বিক্ষোভে রণক্ষেত্র খড়দা। থানায় ঢুকে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ। বড়দিন থেকে দার্জিলিংয়ে চালু হবে টয় ট্রেন পরিষেবা। বিজেপির পাশে থাকার বার্তা গোর্খাল্যান্ড রাজ্য নির্মাণ মঞ্চের। অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলল তৃণমূল।
Continues below advertisement
Tags :
Suvendu Adikari Darjeeling Tourism Update Toy Train Ek Jhalake Saugata Roy Partha Chatterjee Darjeeling Poster WB Polls 2021 With ABP Ananda WB Election 2021 WB Elections WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda West Bengal Election WB Polls 2021 Bengal Polls West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election West Bengal Elections West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Dilip Ghosh