২০১৯-এর বিস্ফোরণের তদন্তে বীরভূমে এনআইএ হানা, শুভেন্দু ঘনিষ্ঠের নিরাপত্তা প্রত্যাহার, আরও খবর 'এক ঝলকে'
Continues below advertisement
নন্দীগ্রাম ও মুর্শিদাবাদে শুভেন্দু ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তা প্রত্যাহার। শুভেন্দুর সভার আয়োজন করায় বদলা, কটাক্ষ অধীরের। সরব রাজ্যপালও। বিজেপি ঘনিষ্ঠ বলেই ওই পদে রাজ্যপাল, পাল্টা কল্যাণ। হুগলির সিঙ্গুরে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ, লিলুয়ায় বিজেপির বিক্ষোভ। পুরুলিয়ার রঘুনাথপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বিহারে জয়ের পর রাজ্য বিজেপির নতুন স্লোগান, ‘এবার বাংলা পারলে সামলা’। ‘সামলে তো নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়’, পাল্টা ফিরহাদ হাকিম। বীরভূমে এনআইএ হানা, অভিযুক্তদের বাড়িতে চালানো হয় তল্লাশি। মহানন্দায় রেলিং দেওয়া ঘিরে তুঙ্গে রাজনৈতিক বাদানুবাদ। বাঁকুড়া পুরসভার প্রশাসক পদে রদবদল।
Continues below advertisement