West Bengal Local Train Service Resumes: ট্রেনে একজনের কোলে আরেক যাত্রী, ঝুলতে ঝুলতে করোনাকালে যাত্রা
Continues below advertisement
করোনা কালে লোকাল চালুর দ্বিতীয় দিন আজ। প্রথম দিনেই উধাও দূরত্ববিধি। সংখ্যা বাড়লে তবেই রেহাই, মত যাত্রীদের। আলোচনা করতেই আজ ভবানী ভবনে রেল-রাজ্য বৈঠক। ভোরের ট্রেনে সামাজিক দূরত্ব বজায় ছিল। কিন্তু অফিস টাইম শুরু হতেই তা উবে গেল। প্রথম দিনেই চেনা ভিড়ের ছবি ফিরল লোকালে। দরজায় বাদুর ঝোলা ভিড়। সিটে ক্রস থাকলেও তার ওপরে বসে পড়া। এমনকি একজনের কোলে উঠে পড়লেন আরেকজন। অর্ধেকের জায়গায় উঠলেন কয়েকগুণ যাত্রী। সাত মাস পর শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। আর তাতে ভিড়ের যে ছবি উঠে এল, তাতে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ।
Continues below advertisement
Tags :
Local Train Service Resume Eastern Zone South-Eastern Zone Local Train Service Resume In Bengal Local Trains ABP Ananda LIVE Abp Ananda