এক ঝলকে: মহেশতলায় নকল সিমেন্ট কারখানার হদিশ, গ্রেফতার ৪, সঙ্গে অন্যান্য খবর
শনিবার তৃণমূল, রবিবার বিজেপি। বাঁকুড়ার আদিবাসী বাসিন্দা বিভীষণ হাঁসদাকে নিয়ে অব্যাহত টানাপোড়েন। বিভীষণকে নিজেদের সমর্থক বলে দাবি তৃণমূলের! এদিকে বিজেপি সাংসদ যাওয়ার কিছুক্ষণ পরেই তাঁর বাড়িতে স্থানীয় বিডিও। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, জানালেন বিভীষণ হাঁসদা। বীরভূমের নানুরে পাত পেড়ে খেল পুলিশ, যা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় নামী সংস্থার লোগো ব্যবহার করে নকল সিমেন্ট বিক্রির অভিযোগ। আটক মালিক, ম্যানেজার সহ ৪ জন। চার জেলায় শুভেন্দু অধিকারীর নামে পোস্টার। জল্পনা উস্কে পূর্ব মেদিনীপুরে পরিবহণমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি। দক্ষিণ দিনাজপুরের তপনে একই পরিবারের ৫ জনের রহস্যমৃত্যু। সিঙ্গুরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণে অভিযুক্ত জেলা বিজেপি সভাপতির ভাইপোকে গ্রেফতারের নির্দেশ দুর্গাপুর আদালতের। অভিযুক্তের বাড়িতে নোটিস পৌঁছে দিল কাঁকসা থানা। শিলিগুড়িতে কল সেন্টার খুলে প্রতারণা, গ্রেফতার ৩। মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। কর্মিসভাতেই গরহাজির কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।