এক ঝলকে: গুরুঙ্গের প্রত্যাবর্তনের পরই দার্জিলিংয়ে রাজ্যপাল, আজ দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, সঙ্গে অন্য খবর
অষ্টমীর রাতে গুলিবিদ্ধ বাগনানের বিজেপি নেতা। গতকাল এনআরএসে মৃত্যু। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। করোনা আক্রান্ত বলে প্রচার পুলিশের, মানতে নারাজ পরিবার ও বিজেপি। আজ ১২ ঘণ্টার বনধ বাগনানে। অষ্টমীতে রাতে শ্যামনগরে আক্রান্ত বিজেপি কর্মীরও মৃত্যু কলকাতায়। পিটিয়ে মেরেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। উত্তর ২৪ পরগনার খড়দায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ছোড়া হল বোমা ভর্তি ব্যাগ। বিস্ফোরণ না হওয়ায় অল্পের জন্য রক্ষা। স্ত্রীর মারে স্বামীর মৃত্যু। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঘটনা। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন গাইঘাটায়। ১৫ দিনের বেশি মর্গে পটাশপুরে নিহত বিজেপি কর্মীর দেহ। কোর্টের নির্দেশের পরেও ফের ময়নাতদন্ত না হওয়ার বিক্ষোভ। দেহ নিয়ে রাজনীতি, পাল্টা তৃণমূল। দার্জিলিংয়ে যাচ্ছেন রাজ্যপাল। আজ দিল্লিতে অমিতের সঙ্গে বৈঠক, তারপরই এক মাসের জন্য যাচ্ছেন উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের পর এবার কালিম্পংয়ে গুরুঙ্গ-বিরোধী মিছিল। ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ নাটাবাড়িতে। শুরু তৃণমূল-বিজেপি তরজা।