এক ঝলকে: বেল্টে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, দার্জিলিং-বিহার সীমান্তে উদ্ধার ৩০ কোটির সোনা
Continues below advertisement
প্রায় সাড়ে সাত মাস পর আজ থেকে রাজ্যে শুরু হল লোকাল ট্রেন পরিষেবা। প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে। শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে।
জল্পনা এবার সরাসরি সংঘাতে। মমতার ছবি ছাড়াই নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভা, পাল্টা হাজরাকাটায় ফিরহাদরা। চ্যালেঞ্জ ছুঁড়ে একই সময়ে সভা দিব্যেন্দুর। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পর কৃষ্ণচন্দ্র সাঁতরা, হুগলিতে তৃণমূল বিধায়কের বিদ্রোহ। দলীয় কমিটি গঠনে ক্ষোভ।
আলিপুরদুয়ারে পাট্টা বিলি নিয়ে বিতর্ক।
বিমলের বিরোধিতায় মদনের দল। অসম থেকে বিহারে পাচার হওয়ার পথে দার্জিলিংয়ে উদ্ধার প্রায় ৩০ কোটি টাকার সোনা, গ্রেফতার ৩।
Continues below advertisement
Tags :
Ek Jhalake Subhendu Adhikary Bimal Gurung ABP Ananda LIVE Alipurduar Firhad Hakim Abp Ananda Nandigram TMC