Local Train in Bengal: গড়াল লোকাল ট্রেনের চাকা, বিভিন্ন স্টেশনে কী পরিস্থিতি? অফিস টাইমে কী হবে?

প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, আজ থেকে প্রতিদিন দক্ষিণ-পূর্ব ও পূর্ব রেল মিলিয়ে রাজ্যে ৬৯৬টি লোকাল চলবে। যার মধ্যে শিয়ালদা ডিভিশনে চলবে ৪১৩টি ট্রেন। হাওড়া ডিভিশনে ২০২টি ও খড়গপুর ডিভিশনে ৮১টি লোকাল ট্রেন চলবে। প্রতিদিন ভোর ৫টা নাগাদ শুরু হবে ট্রেন চলাচল। দিনের শেষ ট্রেন চলবে রাত ১১টার আশেপাশে। সকাল থেকে এখনও অবধি খুব একটা ভিড় চোখে পড়েনি। যাত্রীরা এখনও পর্যন্ত কোভিড প্রোটোকল মেনেই ট্রেনে চড়েছেন। মাস্ক পরেছেন। রয়েছেন আরপিএফ, রাজ্য পুলিশের কর্মীরা। তবে অফিস টাইমে কেমন ভিড় হবে, হলে তা কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, সেটাই এখন দেখার। বিরাটি, বারুইপুর, হাওড়া স্টেশনের কি ছবি? দেখুন এবিপি আনন্দের প্রতিনিধিদের সঙ্গে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola