এক ঝলকে: শুরু হল না দুর্গাপুর ব্যারেজের লকগেটের মেরামতি, মেয়রের সঙ্গে সেচ আধিকারিকদের বচসা, সঙ্গে অন্য খবর
দুদিন পেরিয়ে গেলেও শুরু হল না দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেটের মেরামতি। বাঁকুড়ার একাংশে চরমে জল-সঙ্কট। জল সঙ্কটের আশঙ্কা দুর্গাপুর, আসানসোলেও। মেরামতি নিয়ে বাদানুবাদ দুর্গাপুরের মেয়রের সঙ্গে সেচ দফতরের আধিকারিকদের। জল-সঙ্কট রুখতে নেওয়া হয়েছে ব্যবস্থা, পাউচ ও ভ্রাম্যমান মেশিন বসানো হয়েছে। এর জেরে বাঁকুড়ার তাপবিদ্যুৎ কেন্দ্রেও উৎপাদনে সমস্যা। কল্যাণীর গয়েশপুরে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর। আজ ১২ ঘণ্টা কল্যাণী বনধের ডাক বিজেপির। গতকাল পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। উঠল গো ব্যাক স্লোগান। পাল্টা কল্যাণী থানা ঘিরে বিক্ষোভ বিজেপির। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বিনয় তামাঙ্গ, অনিত থাপার। গুরুঙ্গয়ের প্রত্যাবর্তনের পর একমাসের পাহাড় সফরে রাজ্যপাল। ষড়যন্ত্র করতেই পাহাড়ে, কটাক্ষ তৃণমূলের। শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই নন্দীগ্রামে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। বিজেপিতে শুভেন্দু এলে স্বাগত, দাবি সৌমিত্র খাঁ-র। দল ভাঙানোর খেলা, পাল্টা তৃণমূল।