এক ঝলকে: দুর্গাপুর ব্যারেজ বিপর্যয়ের সঙ্কট কাটবে কবে? সঙ্গে অন্য খবর

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে গ্রামবাসীদের ওপরে দুষ্কৃতীদের এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ তিন তৃণমূল কর্মী। যাত্রী সেজে পালানোর পথে স্থানীয়দের হাতে পাকড়াও তিন কুখ্যাত দুষ্কৃতী। পরে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। ধৃত বিশাল দাসের বিরুদ্ধে চারটি খুনের অভিযোগ রয়েছে। দুর্গাপুর ব্যারাজের ভেঙে যাওয়া লকগেট মেরামতি শুরু। আজই সারানো হয়ে যাবে বলে আশাবাদী সেচ দফতর। বৃহস্পতিবার থেকেই জল পরিষেবা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা। দুর্গাপুর ব্যারাজ বিপর্যয়ের জেরে দুর্গাপুর-আসানসোল ও বাঁকুড়ার একাংশে চরমে জলসঙ্কট। প্রশাসনের তরফে জলের ট্যাঙ্কার ও পানীয় জলের পাউচ বিলি শুরু হলেও, তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয়দের। এর জেরে ডিপিলে বন্ধ বিদ্যুৎ উৎপাদন। গুরুঙ্গের প্রত্যাবর্তন, পাহাড়ে মিছিল, পাল্টা মিছিল। জট কাটাতে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্নে বৈঠক। সদর্থক আলোচনা, কথা হয়নি গুরুঙ্গ নিয়ে, দাবি তামাঙ্গয়ের। বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় মোদি। আধঘণ্টা থাকলেন বিমানবন্দরে। বিহারে ভোটের প্রচার শেষে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গাঁধী। আজ ফের তৃতীয় দফায় ভোটের প্রচারে যাবেন বিহারে। সংবিধানে আছে বাই দ্য পিপল, বাই দ্য পার্টি নয়! ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পাল্টা কটাক্ষ শুভেন্দু বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা অখিল গিরির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram