এক ঝলকে: 'গদ্দার দূর হঠো', নেতাই থেকে মালগড়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ-পোস্টার

Continues below advertisement

নন্দীগ্রামে শহিদ দিবস পালন ঘিরে দড়ি টানাটানি। মধ্যরাতে ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ বেদীতে শ্রদ্ধা শুভেন্দুর। সকালে সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। হল তৃণমূলের সভাও। নেতাই দিবস পালন ঘিরেও টানাপড়েন। হবে তৃণমূলের সভা। আসার কথা পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রের। কোনওদিনও যারা আসেননি, আজ তাদেরই ব্যানার, খোঁচা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। নেতাই থেকে মালগড়ে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ, 'গদ্দার দূর হঠো' পোস্টার, উঠল স্লোগানও। কান্দিতে ছেঁড়া হল কংগ্রেসের (Congress) ফ্লেক্স। অভিযোগ, অধীর চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) সভার আগে ছেঁড়া হয়েছে কংগ্রেসের ফ্লেক্স। গতরাতে কান্দির (Kandi) পেট্রোল পাম্পের কাছে ওভারহেড গেটের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে। তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস। বরানগরে বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram