Netai Diwas: 'একটা রাতও নন্দীগ্রামে কাটাননি, আন্দোলনের সঙ্গেও ছিল না ' - শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ান
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ৭ জানুয়ারি শহিদ দিবস পালন করল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। আজ সেখানে সকালে তৃণমূলের সভাও হয়েছে। যেখানে মূল বক্তা ছিলেন সুব্রত বক্সি। তবে এই শহিদ দিবসে তৃণমূলের সময়ের সংঘাত এড়ালেন শুভেন্দু অধিকারী। গতকাল রাত ১২টায় ভাঙাবেড়া ব্রিজের কাছে শহিদ বেদীতে শ্রদ্ধা জানান বিজেপি নেতা। আজ শুভেন্দুর নেতাইয়ে যাওয়ার কথা। আজ ভোর সাড়ে চারটেয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মঞ্চ থেকে শুভেন্দুকে আক্রমণ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান।
নন্দীগ্রামে শহিদ দিবসের মঞ্চ থেকে কড়া ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সম্পাদক তথা তৃণমূল নেতা শেখ সুফিয়ান। নন্দীগ্রাম আন্দোলনের সময় শুভেন্দুকে সেখানে বিশেষ দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। নন্দীগ্রামে গতকাল রাতেই শহিদ বেদীতে মালা দেন শুভেন্দু। সেখানে শুভেন্দু কটাক্ষ করে বলেন, নন্দীগ্রামে তিনবছর কেউ আসেননি। পরেও কেউ আসবেন না। ভোটের বছর বলে এখন অনেকের আনাগোনা বেড়েছে