এক ঝলকে: নারায়ণগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ার মৃত্যু, বেলদাতে যুবকের অপমৃত্যু ও অন্য খবর
বীরভূমের সিউড়িতে রেশন দুর্নীতির অভিযোগ। ঘটনাস্থলে ফুড ইন্সপেক্টর। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ার মৃত্যু। বেলদায় অজ্ঞাতপরিচয় যুবকের অপমৃত্যু। রায়গঞ্জ থেকে দেখা গেল আংশিক সূর্যগ্রহণের ছবি। গ্রহণ দেখতে ভিড় মালদার চাঁচলেও। অন্যদিকে, নদিয়ার হাঁসখালিতে রাস্তায় ধস। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত দিলীপ ঘোষ।
Tags :
ABP News Live Bengali Ek Jhalake ABP Ananda LIVE Solar Eclipse 2020 Malda Abp Ananda Birbhum Dilip Ghosh