এক ঝলকে: 'বাংলায় ভাগাভাগির রাজনীতি করছেন মমতা', উত্তরবঙ্গ সফরে এসে আক্রমণ নাড্ডার, হরিপালে প্রকাশ্যে তৃণমূলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
একুশের আগে সংগঠনে জোর। উত্তরবঙ্গ সফরে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি। পুজো দিলেন শিলিগুড়ির মন্দিরে। বিভাজনের রাজনীতির অভিযোগে নাড্ডার নিশানায় তৃণমূল। রাজ্যে ভাগাভাগির রাজনীতি করেন মমতা, শিলিগুড়ি থেকে কড়া বার্তা নাড্ডার। ভাগাভাগি করে বিজেপি, পাল্টা ফিরহাদ হাকিম। কোচবিহারে বিজেপির শক্তিক্ষয়। তৃণমূলের যোগ দিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। সংস্কার হয়নি জলাশয়ে। পদ্ম চাষে ভাটা। চিন্তায় কাঁকসার পদ্মচাষিরা। পাশে দাঁড়ানোর আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের। হরিপালে প্রকাশ্যে তৃণমূলের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। নেত্রীর কড়া বার্তার পরেও বিস্ফোরক সিঙ্গুরের তৃণমূল বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভের সুর। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ব্রাহ্মণ ভোজন নিয়ে বিতর্কের মুখে গোসাবার তৃণমূল বিধায়ক। ঘটনাকে হাতিয়ার করে শাসকদলকে কটাক্ষ বিজেপির। দলের তরফে নয়, গৃহপ্রবেশ উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন, সাফাই বিধায়ক জয়ন্ত নস্করের। নদিয়ার হাসখালিতে দলবদলের অভিযোগ। সম্পত্তির লোভে রায়গঞ্জে শ্বশুরকে খুনের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে।