এক ঝলকে: এক ঝলকে: ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসমাবেশ Mamata Banerjee-র, মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর আজ মহিষাদলে Suvendu Adhikari-র প্রথম সভা, সঙ্গে অন্য খবর

Continues below advertisement
Suvendu Adhikari-র রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই মেদিনীপুর যাচ্ছেন Mamata Banerjee। ৭ ডিসেম্বর মেদিনীপুর কলেজ মাঠে জনসমাবেশ করবেন Trinamool Congress নেত্রী। এরপর দুর্গাপুরে জনসভা করতে পারেন। মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর আজ অরাজনৈতিক ব্যানারে মহিষাদলে Suvendu Adhikari-র প্রথম সভা। তার আগেই এলাকার একাধিক জায়গায় Shiv Sena-র পতাকা। বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ Trinamool Congress ও BJP দুপক্ষই। Suvendu Adhikari-র মন্ত্রিত্ব ত্যাগের একদিনের মধ্যেই তারকেশ্বর ও কোন্নগরে দাদার অনুগামীদের পোস্টার। সারা বাংলায় দাদাকে চাই বলে পোস্টারে উঠল দাবি। কোন্নগরে পোস্টার পোড়াল Trinamool Congress। ঘটনার পিছনে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব বলে কটাক্ষ BJP-র। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram