এক ঝলকে: আজ ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন Amit Shah, আজকের সভায় আরও অনেকে যোগ দেবেন BJP-তে, দাবি Rajib Banerjee-র

Continues below advertisement
আজ ডুমুরজলার সভায় ভার্চুয়ালি থাকবেন অমিত শাহ (Amit Shah)। মঞ্চে থাকবেন স্মৃতি ইরানি (Smriti Irani)। যোগ দেবেন আরও অনেকে। দাবি রাজীবের (Rajib Banerjee)। গুরুত্ব দিচ্ছে না তৃণমূল (TMC)। বিজেপিতে যোগ দেওয়ার পর আজ হাওড়ার সভায় থাকবেন রাজীব বন্দ্য়োপাধ্যায়,  বৈশালী ডালমিয়ারা। সভার আগে রথীনকে নিশানা করে বাড়ির সামনে পোস্টার। বিশেষ চার্টার্ড বিমানে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, Baishali Dalmiya), ও প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। কৈলাস-মুকুলের সঙ্গে অমিত শাহের বাড়িতে পদ্ম শিবিরে যোগ। উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানালেন অমিত শাহ। প্রায় ৪৫ মিনিট ধরে কথা। আজ ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থাকবেন অমিত শাহ। দেবেন ভাযণ। তাঁর জন্য সভাস্থলে জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram