Covid-19-এর জন্য় নতুন নিয়ম, বেলুড়ের সারদাপীঠে ভক্ত-শূন্য জগদ্ধাত্রী পুজো

Corona কালে Jagadhatri Puja-তে ভক্তদের জন্য় বন্ধ থাকবে বেলুড়ের (Belur Math) সারদাপীঠ (Saradapith)। ভোগ বিতরণও বন্ধ থাকবে এবার। প্রার্থনা গৃহের পাশে অস্থায়ী মণ্ডপে নয়, পুজো হবে মূল মন্দিরে মায়ের পাশেই। পুজোর রীতিনীতি আগের মতোই। তবে ভিড় এড়াতে বাধ্য হচ্ছে সারদা পীঠ কর্তৃপক্ষ। মঠের সীমিত সংখ্যক সন্ন্যাসী পুজো করবেন। এবার Jagadhatri Puja-র অষ্টমী ২২ নভেম্বর। ২৩ নভেম্বর নবমী। ২৪ নভেম্বর দশমী। রীতি মেনে সপ্তমী, অষ্টমীর পুজো নবমীতেই করা হয় সারদাপীঠে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola