'আত্মহত্যা বা কোভিডে মৃত্যু হলেও রাজনৈতিক হিংসা বলে বিজেপি', কটাক্ষ Saugata Roy-এর
Continues below advertisement
গতকাল জেপি নাড্ডার (JP Nadda)কনভয়ে হামলা নিয়ে আজ বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তিনি বলেন, 'গতকাল মন্ত্রিসভার রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট কার্ড থেকে মানুষের দৃষ্টিকে ঘোরাতেই গণ্ডগোল করা হয়েছে। আমরা জানি না কে ইট ছুড়েছে। পুলিশ তদন্ত করছে। এই ধরনের ঘটনা কাল ঘটানো উচিত নয়। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বাড়েনি। ২০১১ থেকে ২০২০র মধ্যে রাজনৈতিক হিংসার ঘটনার সংখ্যা কমে গেছে। ২০০১ থেকে ২০১১ রাজনৈতিক খুন ছিল ৬৭০। সেই সংখ্যাটা ২০১১ থেকে ২০২০ কমে হয়েছে ১৫০। কেউ আত্মহত্যা করলে বা কোভিডে মারা গেলেও BJP তা নিয়ে শোরগোল করছে। গতকাল রাতে দিল্লিতে বঙ্গভবন এবং Abhishek Banerjee-র বাড়িতে আক্রমণ হয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এগুলো ভিতুদের কাজ। BJP কিছুই জানে না। এই লড়াইটা বাঙালি বনাম বহিরাগত।'
Continues below advertisement
Tags :
Saugata Roy. TMC WB Polls 2021 With ABP Ananda ABP Ananda Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bengali News Bangla Khabar Ajker Khobor Ajker Bangla Khabar Bengali News Live Bangla News Live Bangla News ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Trinamool Congress Congress WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda Bengal Polls WB Election WB Polls West Bengal Assembly Elections 2021 West Bengal Assembly Elections West Bengal Assembly Election West Bengal Elections 2021 West Bengal Election 2021 West Bengal Elections West Bengal Election WB Polls 2021 Bengal Elections Bengal Election 2021 Mamata Banerjee