Morning Headlines: Suvendu বলেছিলেন 'ছিন্নমূলের দল', Abhishek জবাবে বললেন 'যত কাটবে তত বাড়বে' - আরও খবরে চোখ রাখুন

Continues below advertisement
২০১৪ থেকেই অমিত শাহের (Amit Shah) সঙ্গে যোগাযোগ। তৃণমূলেও করোনার মতো উপসর্গহীন বেইমান, শুভেন্দুকে (Suvendu Adhikari) আক্রমণ অভিষেকের (Abhishek Banerjee)। সংসদীয় গণতন্ত্রে সবার সঙ্গেই যোগাযোগ হয়, পাল্টা শুভেন্দু। নাড্ডার সভায় ৫০০ লোকের ভিড়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় ক্ষোভের বহিঃপ্রকাশেই হয়তো হামলা, মন্তব্য অভিষেকের। বিজেপির (BJP) কর্মী সম্মেলন ছিল, পাল্টা শুভেন্দু। রাজভবনে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), BCCI সভাপতির সঙ্গে কথা রাজ্যপালের। ইডেন গার্ডেনসে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছি, ট্যুইট রাজ্যপালের (Jagdeep Dhankar)। সৌজন্য সাক্ষাৎ, প্রতিক্রিয়া সৌরভের। বিজেপির কলকাতা সাংগঠনিক জোনের পর্যবেক্ষক হলেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee), আহ্বায়ক দেবজিৎ সরকার, সহ-আহ্বায়ক বৈশাখী, শঙ্কুদেব। দলের প্রতি কৃতজ্ঞ, প্রতিক্রিয়া বৈশাখীর। প্রতীচীর জমি বিতর্কে অমর্ত্য সেনকে (Amartya Sen) হেনস্থার প্রতিবাদ, বিরোধী স্বর প্রতিরোধের চেষ্টা, বিজেপিকে আক্রমণ বিদ্বজনদের। ডুবন্ত জাহাজ তৃণমূল, পাল্টা দিলীপ। মমতার সরকার ফেলতে ক্ষমতার অপব্যবহার কেন্দ্রের, আক্রমণ শিবসেনার। উন্নয়নের বদলে তোলাবাজিতে ব্যস্ত তৃণমূল, জয়নগরে চা চক্রে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। অপপ্রচারে লাভ নেই, মানুষের ভোটে জিতবে মমতাই (Mamata Banerjee), পাল্টা তৃণমূল। শেষ করতে হবে ভোটে হিংসার ট্র্যাডিশন, পুলিশ প্রশাসন যাতে না ভাবে রাজ্যপাল অক্ষম, হুঁশিয়ারি রাজ্যপালের। ধনকড়ের চিকিৎসার প্রয়োজন, কটাক্ষ পার্থর (Partha Chatterjee)। পাহাড়ের পাল্টা কার্শিয়াঙের সভা থেকে মমতাকে জেতানোর প্রতিজ্ঞা গুরুঙ্গয়ের। বাঘ-মানুষের সংঘাত কমাতে শুরু বাঘের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ। রেডিও কলার পরিয়ে ছাড়া হল রয়্যাল বেঙ্গল টাইগারকে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram