করোনা আবহে নিয়ম ভেঙে আমন্ত্রিত শতাধিক! চন্দ্রকোনায় করোনা আক্রান্ত গৃহকর্তা-সহ পরিবারের ১২ জন
Continues below advertisement
বাড়িতে সামাজিক রীতি পালনের অনুষ্ঠানে নিমন্ত্রিত হিসাবে অংশ নিয়েছিলেন আত্মীয়, পরিজন ও পরিচিতরা। অভিযোগ, প্রশাসনের অনুমতি না নিয়ে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় আয়োজিত সেই পারিবারিক কাজে যোগ দেওয়ায় গৃহকর্তা-সহ পরিবারের ১২ জনের শরীরে বাসা বেঁধেছে করোনা। শতাধিক আমন্ত্রিতের করোনা পরীক্ষা হয়েছে।
Continues below advertisement
Tags :
Gathering Amid Corona ABP News Live Bengali ABP Ananda LIVE Corona In Bengal Corona Abp Ananda West Midnapore