হয় আইন প্রত্যাহার করা হোক, অথবা ক্ষমতা থেকে সরে দাঁড়াক মোদি সরকার, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee

Continues below advertisement
বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হয়েছিল। এদিন কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে প্রস্তাব আনে তৃণমূল। প্রস্তাবের পক্ষে বলতে উঠে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন কৃষি আইনের তীব্র বিরোধিতা করছি। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনও আলোচনার সুযোগ না দিয়েই আইন তৈরি করেছে কেন্দ্র। এর প্রভাব পশ্চিমবঙ্গের কৃষকদের উপরেও পড়েছে। হয় আইন প্রত্যাহার করা হোক, অথবা ক্ষমতা থেকে সরে দাঁড়াক মোদি সরকার। আমাদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। কিন্তু আসুন আমরা সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram