ফটাফট: আজ ২০২১-র CBSE পরীক্ষার সূচি ঘোষণা, রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা ছাড়াল সাড়ে ৫ লক্ষ

Continues below advertisement
রাজ্যে করোনা আক্রান্ত সাড়ে ৫ লক্ষ ছাড়াল। মোট সংক্রমণ বেড়ে ৫ লক্ষ ৫০ হাজার ৮৯৩। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ১৭৮। মৃত্যু হয়েছে ২৮ জনের। মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ৬৮৩। রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা। মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় ব্রিটেন ফেরত যুবকের শরীরে মিলল নতুন করোনা (Corona) স্ট্রেনের হদিশ। আপাতত কলকাতা মেডিক্যালের আইসোলেশন রয়েছেন উপসর্গহীন ওই যুবক। সংক্রমিতের সহযাত্রী ২২২ জনেরই করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২০। উদ্বেগ বাড়িয়ে পুণেতে নিখোঁজ ব্রিটেন থেকে আসা ১০৯। ব্রিটেনের ছাড়পত্রের পরে কোভিশিল্ড (Covishield) নিয়ে তৎপর ভারত। আলোচনায় বিশেষজ্ঞ কমিটি। সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন পুরমন্ত্রী হাকিম। নতুন বছরের শুরুতেই পুরোনো ছন্দে মেট্রো (Metro)। অফিস টাইম বাদে অন্য সময় লাগবে না ই-পাস। হাইকোর্টের নির্দেশে বর্ষবরণের উৎসবে রাশ। সামাজিক দূরত্ব বজায় রাখতে গুচ্ছ পদক্ষেপ কলকাতা পুলিশের। ভিড় এড়াতে রাজ্যগুলিকে নির্দেশিকা স্বাস্থ্য মন্ত্রকের। সংবিধান মানছেন না রাজ্যপাল (Jagdeep Dhankar), অপসারণের দাবি নিয়ে রাষ্ট্রপতির কাছে তৃণমূলের (TMC) সসংসদীয় দল। সাংবিধানিক পথে কাজ করছেন বলেই আপত্তি, পাল্টা বিজেপি (BJP)। রাজ্যপালের অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে, সংঘাতের আবহে ফের রাজ্যের বিরুদ্ধে সরব ধনকড়। উনি কেন এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন? প্রশ্ন তৃণমূলের। কলকাতা ফেরার পথে আচমকা শান্তিনিকেতনের আদিবাসী গ্রামে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। শুনলেন অভাব-অভিযোগ। হাত লাগলেন রান্নায়। গোটাটাই নাটক, কটাক্ষ কৈলাসের। আয়কর জমা দেওয়ার সময়সীমা বাড়াল। আজ ২০২১-র CBSE পরীক্ষার সূচি ঘোষণা করবে কেন্দ্র।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram