ফটাফট: সিবিএসই-র নির্ঘণ্ট প্রকাশিত, দেশে ২৫ জনের শরীরে UK স্ট্রেনের হদিশ ও অন্য খবর

Continues below advertisement
পথ চলা শুরু নতুন বছরের। বিদায় ২০২০। স্বাগত ২০২১। করোনার নতুন স্ট্রেনের হানার মধ্যেই বর্ষবরণ। ম্লান বর্ষবরণের আনন্দ। ভিড় কম চিড়িয়াখানায়, বিনোদন পার্কগুলিতে। আলোর রোশনাইতে ২০২১-তে স্বাগত জানাল অকল্যান্ড, সিডনি। আদালতের নির্দেশে বেলাগাম উৎসবে পুলিশের নজরদারি পার্ক স্ট্রিট থেকে ইকো পার্ক, উধাও চেনা ভিড়। দিল্লি, মহারাষ্ট্র, পঞ্জাব, কর্ণাটক, রাজস্থানে নাইট কার্ফু। কাশীপুর উদ্যানবাটির পর এবার দক্ষিণেশ্বর, করোনা আবহে ভক্ত সমাগম ছাড়াই হবে কল্পতরু উৎসব। ১ জানুয়ারি বন্ধ থাকবে বাগবাজারের মায়ের বাড়িও। গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling Case) এবার CBI নজরে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। আলিপুর, রাসবিহারীর বাড়িতে ৭ ঘন্টা ধরে তল্লাশি, না পেয়ে নোটিস। ৪ জানুয়ারি হাজিরার নির্দেশ। বুঝে রাখ, সব জানে জনতা, ভাইপোকে নিশানা কে আক্রমণে শুভেন্দু (Suvendu Adhikari)। ধরা পড়বে আরও অনেকে, দাবি দিলীপের (Dilip Ghosh)। রাজনৈতিক উদ্দেশ্যে CBI অভিযান, পাল্টা তৃণমূল (TMC)। কয়লা পাচারকাণ্ডে এখনও অধরা লালা। সরকারের সঙ্গে অধিকারী পরিবারের সংঘাত এবার গড়াল আদালতে। পুর প্রশাসক পদে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সৌমেন্দু। ৪ জানুয়ারি শুনানির সম্ভাবনা। সোমেন মিত্র স্মরণে 'সর্বদল'। ১ মার্চ CBSE-র দশম-দ্বাদশের প্র্যাক্টিক্যাল। অনলাইন নয়, লিখিত পরীক্ষা শুরু ৪ মে থেকে। চলবে ১০ জুন পর্যন্ত। ১৫ জুলাইয়ের মধ্যে রেজাল্ট। রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত ১ হাজার ১৭০। মৃত ২৯। রাজ্যে মোট সংক্রমণ ৫ লক্ষ ৫২ হাজার ৬৩ জনের। নতুন বছরে নতুন লুকে মহাকরণ।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram